
লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ১৫০ জয়ের মাইলফলক ছুঁল পাঁচবারের শিরোপাজয়ী দলটি। দলের এই বিশেষ দিনে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবও।
লখনৌয়ের বিপক্ষে ম্যাচে ২৮ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার। চারটি ছক্কা ও চারটি চারে সাজানো তার ইনিংসে তিনি ছুঁয়ে ফেলেছেন ৪ হাজার আইপিএল রানের মাইলফলক। বলের হিসেবে (২৭১৪ বল) দ্রুততম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। সব মিলিয়ে দ্রুততমদের তালিকায় সূর্য রয়েছেন তৃতীয় স্থানে। তার আগে রয়েছেন কেবল ক্রিস গেইল (২৫৬৮ বল) ও এবি ডি ভিলিয়ার্স (২৬৫৮ বল)।
মুম্বাইয়ের ব্যাটিংয়ের ঝলক এদিন ছিল চোখধাঁধানো। সূর্যের পাশাপাশি দক্ষিণ আফ্রিকান ব্যাটার রায়ান রিকেলটন ৩২ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া নামান ধীর ১১ বলে ২৫* এবং আইপিএলে অভিষিক্ত করবিন বশ ১০ বলে ২০ রানের ঝোড়ো ক্যামিও উপহার দেন।
বোলিংয়েও মুম্বাই ছিল দুর্দান্ত। জাসপ্রীত বুমরাহ ৪ উইকেট তুলে নিয়ে লখনৌ ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন। ট্রেন্ট বোল্টও নেন ২০ রানে ৩ উইকেট।
টুর্নামেন্টের শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো মুম্বাই এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম পাঁচ ম্যাচে কেবল একটিতে জয় পাওয়া হার্দিক পান্ডিয়ার দল এখন টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে প্লে-অফের দৌড়ে তারা শক্ত অবস্থান নিয়েছে।
আপনার মতামত লিখুন :