• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কথা রাখেননি রোহিত শর্মা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:৩২ পিএম
কথা রাখেননি রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটি সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন, যা বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলী হিট করছিলেন। ওই ক্যাচ ধরতে পারলে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক হতো, কিন্তু ক্যাচ ফেলে দেওয়ার পর রোহিত শর্মা নিজের উপর ক্ষুব্ধ হয়ে অনেকবার মাটিতে আঘাত করেন। এরপর তিনি অক্ষর প্যাটেলের কাছে মাফ চান এবং তার প্রতি একটি প্রতিশ্রুতি দেন—তিনি অক্ষরকে ডিনার করাবেন।

কিন্তু, সেই কথা এখনও রক্ষা করেননি রোহিত। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর, রোহিত বলেন, তার সেই ভুলের জন্য তিনি অক্ষর প্যাটেলকে ডিনার করাবেন। বিষয়টি আবার সামনে আসে পাকিস্তানের বিপক্ষে জয় পরবর্তী সময়। সেই ম্যাচ শেষে অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়, রোহিত কি তার কথা রেখেছেন। সেখানেই অক্ষর মজা করে বলেন, ‘এখনও রোহিত কথা রাখেননি।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের এখন ছয়দিন বিরতি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠে গিয়েছি। এবার জিজ্ঞেস করার সুযোগ পাব, আমাকে কবে খাওয়াতে নিয়ে যাবে।’

অক্ষর প্যাটেলের সঙ্গে রোহিত শর্মার সেই প্রতিশ্রুত ডিনার নাইট এখনও হয়নি, তবে ভারত এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করার পর, আগামী ২ মার্চ তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। তার আগে, হয়তো এই ছুটিতে রোহিত শর্মা তার কথা রাখবেন, আর অক্ষর প্যাটেল ওই ডিনারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন।

এটা রোহিত শর্মার প্রতিশ্রুতির প্রতি অক্ষরের বিশ্বাস এবং ভারতীয় ক্রিকেট দলের ভিতরের হাস্যকর এক মুহূর্তেরই প্রতিফলন।

 

 


Side banner
Link copied!