• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট আইরিশ নারীদের


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:১২ পিএম
বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট আইরিশ নারীদের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১৩৫ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল।। নির্ধারিত ২০ ওভার খেলে পাঁচ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে সফরকারীরা। সিলেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ৬ষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে ব্যক্তিগত ১৪ রানে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাহিদা ইসলাম। আরেক ওপেনার অ্যামি হান্টারকে ব্যক্তিগত ২৩ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন লওরা ডিলানি। ওর্লা প্রেন্ডারগাস্ট ও লিয়া পল আউট হন যথাক্রমে ৩২ ও ১৬ রানের ইনিংস খেলে। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট শিকার করেন নাহিদা ইসলাম। জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন শিকার করেন একটি করে উইকেট। জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগ্রেসরা।


Side banner
Link copied!