
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে কাজ শুরু করবেন তিনি। এবারের মেয়াদে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। দুই দশকের কোচিং ক্যারিয়ারে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন সালাউদ্দিন। এ ছাড়া ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি ক্রিকেট একাডেমির স্পেশাল কোচ হিসেবে ছিলেন তিনি।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :