• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ : মেসি


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৬:৪২ পিএম
আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ : মেসি

কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে ৬৪ মিনিটেই মাঠ থেকে বেরিয়ে যান লিওনেল মেসি। বেঞ্চে বসে কাঁদতেও দেখা গিয়েছিলো তাকে। মেসিকে ছাড়াই অবশ্যই জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। শিরোপা জেতার পর মেসি জানালেন তিনি এখন ভালো আছেন, দ্রুতই মাঠে ফেরার আশাও করছেন তিনি। সোমবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের পরদিন নিজের ইনজুরি নিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দিলেন মেসি। পোস্টে মেসি লিখেন, আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আশা করি শিগগিরই মাঠে ফিরতে পারব, যা আমি সবচেয়ে বেশি পছন্দ করি।এদিন কোপা জয়ের পর মেসি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে আলাদা করে দুই বিদায়ী ফুটবলার আনহেল ডি মারিয়া ও নিকোলাস ওটামেন্ডির প্রশংসা করেছেন।
মেসি বলেন, কোপা আমেরিকা শেষ হয়ে গেছে। আমাদের যারা বার্তা এবং শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। কোপা জেতায় আমি খুবই খুশি। কেননা, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আর ফিদে (ডি মারিয়া) আমাদের ছেড়ে চলে গেছে আরেকটি কাপ নিয়ে। তার মতো বয়স্করা, ওটা (ওটামেন্ডি) বা আমার অন্যান্য সতীর্থদের মধ্যে যারা ইতিমধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছেন এবং তাদের অভিজ্ঞতা যোগ করেছেন তাদের ধন্যবাদ। এছাড়াও একদল তরুণ যারা প্রতিটি বলেই তাদের সব দিয়ে দেয়। এটা এমন একটা দল এবং পরিবার, যা দর্শনীয়। যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই দলের একটি দুর্দান্ত বর্তমান এবং একটি দুর্দান্ত ভবিষ্যতও রয়েছে। আর্জেন্টিনা এগিয়ে যাও।


Side banner
Link copied!