• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪৯ এএম
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) এরশাদুল হক।

তিনি বলেন, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে রাত ২টা ৫ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই।এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

প্রাথমিকভাবে আগুন লাগার খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


Side banner
Link copied!