• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দুর্নীতির সংবাদে সাংবাদিক তলব করায় সিআরইউ’র নিন্দা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০১:৪০ পিএম
দুর্নীতির সংবাদে সাংবাদিক তলব করায় সিআরইউ’র নিন্দা

ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় পুলিশের ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিককে তলব করে বাংলাদেশ পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় ‘ঘুষ ওপেন সিক্রেট’ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মহিউদ্দিন খান রিফাতকে তলব করে পুলিশ চিঠি দিয়েছে।কোর্ট অঙ্গনের পেশাদার সংগঠন সিআরইউ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন খান রিফাতকে গত ৮ এপ্রিল তারিখে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন’ এবং রিফাতকে একজন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। যেকোনো গণতান্ত্রিক সমাজে সাংবাদিক এবং তাদের নিউজ সোর্স জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত। 

 

আরো বলা হয়, সংবাদে যদি কোনো ভুল বা আপত্তিকর কিছু থাকে, তাহলে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রতিবাদলিপির বিধান রয়েছে।তবে সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে ভয় দেখানো ফ্যাসিস্ট সরকারের পুলিশের লক্ষণ। নতুন বাংলাদেশে এটি কোনোভাবে কাম্য নয়।

 

সিআরইউ জানায়, সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা তথা সাংবাদিক হেনস্তার পুরনো এই নিয়মের আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই অপেশাদার আচরণের তদন্ত করা এবং বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।এদিকে আদালতের হাজতখানায় আসামির সঙ্গে দেখা, খাবার বা কোনো জিনিস দেওয়া, জামিনসহ বিভিন্ন কাজে পুলিশকে ঘুষ দেওয়ার রীতি বহু বছরের পুরনো। হাজতখানাসহ আদালত পাড়ার পুলিশের উচ্চ মহল পর্যন্ত এ ঘুষের টাকার ভাগ পান বলে অভিযোগ রয়েছে। এ ঘুষ বাণিজ্যের বিষয়টি ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।


Side banner
Link copied!