
পুরান ঢাকার নারিন্দাতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠে বসানো মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেলে এই মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত কবির হোসেন নামের এক ব্যক্তি এই মেলা বসিয়েছিলেন। খেলার মাঠে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড ও খেলনার দোকান বসিয়ে বাণিজ্য করছিলেন তিনি। পাশাপাশি সেখানে খাবারের দোকানও বসিয়েছিলেন।
ঈদ ও বৈশাখী মেলার নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি মাঠ, একটি পার্ক ও একটি সড়কের এক পাশ দখল করে মেলা বসানো হয়। এ নিয়ে গত শুক্রবার প্রতিবেদন প্রকাশ করা হলে প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে নানা মহলে ব্যাপক আলোচনা–সমালোচনা হয়। বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনও তাঁর ফেসবুকে নিজের অভিমত প্রকাশ করেছিলেন। কার অনুমতি নিয়ে খেলার মাঠ ও পার্কে মেলার আয়োজন করা হয়েছে, তা সরকারের কাছে জানতে চেয়েছিলেন তিনি।
এই মাঠে মেলা বন্ধ করে দেওয়ার পর মুঠোফোনে ইশরাক হোসেন বলেন, খেলার মাঠে মেলা বন্ধ করে দিতে তিনি পুলিশকে অনুরোধ জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ খেলার মাঠে মেলা বন্ধের কোনো উদ্যোগ নিয়েছে বলে খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দিয়েছেন আদালত। আদালতের এই রায়ের পর ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়রের চেয়ারে বসবেন কি না, এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :