• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ছুটির দিনে মার্কেট ও শপিং মলে ঈদের কেনাকাটায় ধুম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:৪৮ পিএম
ছুটির দিনে মার্কেট ও শপিং মলে ঈদের কেনাকাটায় ধুম

রমজান মাস শেষ হতে আর মাত্র চার দিন বাকি এবং আজ ছুটির দিন হওয়ায় ঈদ কেনাকাটার ধুম লেগেছে। রাজধানী ঢাকার ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও শপিং মলের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিক্রেতারা শেষ মুহূর্তে ভালো ব্যবসার আশা করছেন।

বুধবার (২৬ মার্চ) রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায়, ঈদের ঠিক আগে এই ছুটির দিনটিকে কেনাকাটার জন্য বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছেন মানুষ। যারা ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারেননি, তারা আজ শেষ সময়ের জন্য কেনাকাটা করছেন। ফলে কাপড়, জুতা, কসমেটিকস এবং গহনার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

মৌচাক, নিউ মার্কেট, বসুন্ধরা শপিং মল এবং গুলিস্তান এলাকার ফুটপাত ও দোকানগুলোতে বেচাকেনার ধুম লেগে আছে। সব বয়সের মানুষ তাদের পছন্দের পোশাক কিনছেন। ক্রেতারা সাধারণত ইফতারের পর কেনাকাটার জন্য বের হচ্ছেন। ঈদে পুরুষদের জন্য পাঞ্জাবি এবং নারীদের জন্য শাড়ি, থ্রি-পিস, জিন্স ও জুয়েলারি সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি।

ক্রেতারা বলছেন, ঈদের আগে ছুটির দিন পাওয়ায় কেনাকাটা করতে তাদের সুবিধা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করার জন্য ছুটির দিন ছাড়া তেমন সময় পাওয়া যায় না।

বিক্রেতারা বলছেন, অন্যান্য দিনের তুলনায় আজ তাদের দোকানে কয়েকগুণ বেশি ভিড় হয়েছে। ছুটির দিন হওয়ায় ক্রেতারা শেষ মুহূর্তের কেনাকাটা করছেন, ফলে আগের দিনের লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।

প্রতিবারের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে রাত পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখা হচ্ছে। এতে সকাল থেকে রাত পর্যন্ত যেকোনো সময় কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এদিকে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্রেতাদের মধ্যে নিরাপত্তার আশঙ্কা ছিল। তবে ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মার্কেট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। মার্কেট এলাকাগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


Side banner
Link copied!