• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ১২:০১ পিএম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৭৮ কেজি ৮২৬ গ্রাম গাঁজা, ৮৪৫ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা করা হয়েছে।


Side banner
Link copied!