• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জাঁকজমক অনুষ্ঠান আয়োজন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জাঁকজমক অনুষ্ঠান আয়োজন

রাজধানীর দক্ষিণ খান ৪৭ নং ওয়ার্ড ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন "পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি"-এর উদ্যোগে এক জাঁকযমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৩ থেকে ২০২৫ কমিটি এই মিলন মেলার আয়োজন করে। 

এই মিলন মেলায় কোমলমতি কচিকাঁচাদের জন্য ছবি আকা প্রতিযোগিতাসহ নারীদের বালিশ খেলা এবং পুরুষদের জন্য বাস্কেট বল খেলার আয়োজন করা হয়। 

বিশেষ আকর্ষণ হিসেবে লটারির আয়োজন ছিল। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়দাবাদের কৃতি সন্তান মানব দরদী বিশিষ্ট শিল্পপ্রতি মো: সাইদুর রহমান। তিনি বলেন, পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে পুরো ৪৭ নং ওয়ার্ড তথ্য ফায়দাবাদ হাউজিং এলাকায় মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আমাদের তরুণ প্রজন্মেদের মাদক থেকে রক্ষা করতে হবে, তাদের কে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। একে অপরের সম্পর্ক গড়ে তুলতে হব। আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটি বড় ধরনের মিলন মেলা তৈরি হয়েছে, ভবিষ্যতে এই পালাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি এই ধরনের আরো মিলন মেলার অনুষ্ঠিত করবে তা হলে একে অপরকে চিনতে ও জানতে পারবে।

 

পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি কামরুল ইসলাম পিন্টু বলেন, পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি মাধ্যমে আমরা দক্ষিণ খান ফায়দাবাদ হাউজিং এলাকায় একটি নিরাপত্তার বেস্টটনি তৈরি করার পরিকল্পনা করছি এবং পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি মাধ্যমে খুব শীঘ্রই একটি পিকনিক এর আয়োজন করার প্রস্তুতি চলছে। আমরা ফায়দাবাদ এলাকায় পলাশ হাউজিং ওয়েলফয়য়ার সোসাইটির পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছি। সেজন্য পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি সকলের সহযোগিতা কামনা করছি। 

 

সাধারণ সম্পাদক ইন্জিনিয়া তৈয়বুর রহমান বলেন, আমরা পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবো, একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলবো এবং প্রতি বছরের ন্যায় এ বছরে আমরা ২০২৩- ২০২৫ এর একটি মিলন মেলা আয়োজন করছি। 

 

অনুষ্ঠান শেষে লটারিতে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপ্রতি, দানবীর মো: সাইদুর রহমান সহ পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ সকল সদস্যরা উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রাতে মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


Side banner
Link copied!