• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীতে ৩ শিশুসহ দগ্ধ ৫


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০১:৩০ পিএম
আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে রাজধানীতে ৩ শিশুসহ দগ্ধ ৫

ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু। দগ্ধদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন-সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) এবং সম্রাট (২০)-প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের দগ্ধের পরিমাণ ১ শতাংশের মতো বলে জানানো হয়েছে। তবে তাদের দুর্ঘটনার সঠিক বিবরণ এখনো জানা যায়নি।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষে আতশবাজি ও পটকা পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে ফারহানের ১৫ শতাংশ দগ্ধ, সিফান মল্লিক ও সম্রাটের ১ শতাংশ দগ্ধ এবং সেন্টু ও তফসিরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। ফারহানকে ভর্তি দেয়া হয়েছে। আর অন্যদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।


Side banner
Link copied!