• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

শাহবাড়ে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫৭ এএম
শাহবাড়ে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে হাজার হাজার কর্মীকে।বিক্ষোভরতদের সড়ক অবরোধের কারণে শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।


Side banner
Link copied!