
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সাবেক যুগ্ম সচিব ফখরুল ইসলাম বলেছেন, ‘সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। প্রথমে ১০ জন, তারপর ২৫ জন এবং পরে ১০০ জনের সিন্ডিকেট করা হয়। এই সিন্ডিকেটচক্র বাংলাদেশ থেকে যতগুলো কর্মী গেছেন প্রত্যেকের কাছ থেকে ১ লাখ ৫২ হাজার টাকা চাঁদা নিয়েছে। এই সিন্ডিকেটের একটা পদ্ধতি ছিল অনলাইন সিস্টেম।যেখানে প্রত্যেক কর্মীর কাছ থেকে ৫ হাজার রিঙ্গিত সমপরিমাণ টাকা নিয়েছে। এভাবে তারা ১২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এই সিন্ডিকেট ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ফের মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য পাঁয়তারা করছে।
আজ সোমবার (২১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ‘উপদেষ্টা না থাকায় সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমরা জানিয়েছি, ফ্যাসিস্ট সরকারের এমপি, মন্ত্রী, নেতা ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন এই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এই সরকারের উচিত, নতুন করে সিন্ডিকেট করতে চাইলে তা ভেঙে দেওয়া। একই সঙ্গে সমতার ভিত্তিতে এজেন্সিগুলোকে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করা।
আপনার মতামত লিখুন :