• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় অভিযান: বাংলাদেশিসহ ৯৬ অভিবাসী গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৪:০২ পিএম
মালয়েশিয়ায় অভিযান: বাংলাদেশিসহ ৯৬ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় সম্প্রতি এক অভিযান চালিয়ে বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিকসহ মোট ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার ভোরে সেলাঙ্গর রাজ্যের একটি ব্যক্তিগত স্থান থেকে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন শাখার ১১৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালে মোট ১৩৫ জন বিদেশি আটক হলেও পরে তাদের মধ্যে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

এই অভিযান মূলত জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে অবৈধ অভিবাসীরা ব্যক্তিগত স্থানে বাসা ভাড়া করে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন ও ২০০৭ সালের পাচার বিরোধী আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে, অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং তাদের নিরাপত্তা প্রদানকারী কোনো পক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মালয়েশিয়ার কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Side banner
Link copied!