• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

লেবানন থেকে এখন পর্যন্ত ফিরলেন ১৫০ বাংলাদেশি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৯:২৮ পিএম
লেবানন থেকে এখন পর্যন্ত ফিরলেন ১৫০ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে এখন পর্যন্ত ১৫০ প্রবাসী দেশে ফিরেছেন। বুধবার (২৩ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বুধবার সন্ধ্যায় লেবানন থেকে আরও ৯৬ বাংলাদেশি সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। এরমধ্যে এসভি ৮১০ ফ্লাইটে ৬৫ জন এবং এসভি ৮০২ ফ্লাইটে ৩১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে, গত ২১ অক্টোবর সন্ধ্যায় প্রথম দফায় ৫৪ বাংলাদেশি দেশে ফেরেন। এনিয়ে এখন পর্যন্ত ১৫০ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।

প্রত্যাবাসনকৃত এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। লেবাননে এখনও কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১ হাজার ৮০০ প্রবাসী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। এছাড়া সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।


Side banner
Link copied!