• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

আটলান্টিকে নৌকাডুবে ৮৯ অভিবাসীর মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৭:০৯ পিএম
আটলান্টিকে নৌকাডুবে ৮৯ অভিবাসীর মৃত্যু

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবে অন্তত ৮৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।এতে বলা হয়, অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে গত ১ জুলাই নৌকাটি সেনেগাল ও গাম্বিয়ার সীমান্ত থেকে ১৭০ জন আরোহী নিয়ে রওনা হয়েছিল। কিন্তু পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। পরে ৮৯ জনের মরদেহ এবং নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। অনেকেই এখনও নিখোঁজ রয়েছে।

জীবিতরা বলছেন, নৌকাটি একটি ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা ছিল। প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট মৌরিতানিয়া। গত বছর দেশটি থেকে হাজার হাজার নৌকা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছে।উল্লেখ্য, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টাকালে ৫ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়।


Side banner
Link copied!