• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যুক্তরাজ্যে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ০২:৫১ পিএম
যুক্তরাজ্যে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
ছবি - সংগৃহীত

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩০), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। 
দুর্ঘটনার সময় আলমগীর হোসেন প্রাইভেটকার চালাচ্ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আলমগীর ও তার ছেলে জাকিরকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মেয়ে মাইরাকে হাসপাতালে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারের হিঙ্কলিতে লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় লরির চালক আহত হলেও তেমন গুরুতর নয়।


Side banner
Link copied!