
আওয়ামী লীগকে ‘জঙ্গিবাদী সংগঠন’ হিসেবে অভিহিত করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।
আজ সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘যে বাংলাদেশে ছাত্র-জনতা থাকবে, সেই বাংলাদেশে আরএসএসের দোসর, ভারতীয় জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন।শিশির অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ আরএসএসের বাংলাদেশ শাখার মতো আচরণ করছে এবং ৫ আগস্টে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা ও গুম করেছে।’ তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :