• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নিবন্ধনের আবেদন জমা, রাজনীতির মঞ্চে আসছে ‘বাংলাদেশী জনগণের পার্টি’


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:৫৮ পিএম
নিবন্ধনের আবেদন জমা, রাজনীতির মঞ্চে আসছে ‘বাংলাদেশী জনগণের পার্টি’

 বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন একটি শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে—‘বাংলাদেশী জনগণের পার্টি’। এই দলটি দেশের জনগণের অধিকার, ন্যায়বিচার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে।

 

দলটির প্রেসিডেন্ট মোহাম্মদ নুর নবী কামরুলের স্বাক্ষরিত আবেদনপত্রটি আজ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর জমা দেওয়া হয়। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, "বাংলাদেশী জনগণের পার্টি" দেশের জনগণের বৃহত্তর স্বার্থে একটি কার্যকর ও ইতিবাচক রাজনৈতিক বিকল্প হিসেবে কাজ করতে চায়।

 

নিবন্ধনের জন্য প্রযোজ্য রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে কমিশনের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী আবেদন দাখিল করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিসিভ নম্বর ৩৮৯০ প্রদান করা হয়।

 

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, "আমি নিম্নস্বাক্ষরকারী ‘বাংলাদেশী জনগণের পার্টি’ নামক রাজনৈতিক দলের প্রেসিডেন্ট হিসেবে নিবন্ধন প্রাপ্তির লক্ষ্যে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করছি। বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমাদের এই রাজনৈতিক উদ্যোগ।"

 

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তারা একটি গণমুখী, অসাম্প্রদায়িক, সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিক্রিয়া:

 

রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে। জনগণের আস্থা অর্জন করতে হলে দলটির সুসংগঠিত নীতি ও জনসম্পৃক্ত কর্মকৌশলই হবে মূল চাবিকাঠি।

 

পরবর্তী পদক্ষেপ:

নির্বাচন কমিশন আবেদনটি পর্যালোচনা করে নিবন্ধনের প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করবে। নিবন্ধন পেলে দলটি আগামী নির্বাচনে প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারবে।


Side banner
Link copied!