• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

৩ মে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৯:০৯ পিএম
৩ মে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম

সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে (শনিবার) মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে মহাসমাবেশ করবে দলটি।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, মাওলানা জুনায়েদ আল হাবিব।

সভায় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃদের সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রোববার (১৩ এপ্রিল) সকাল ৭টায়, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে নেতারা সফর করবেন।সভায় উপস্থিত ছিলেন- মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতি আজহারুল ইসলাম, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শরিফুল্লাহ, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।


Side banner
Link copied!