
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২৭ মার্চ) ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কাছে এই সময়টা 'দ্বিতীয় স্বাধীনতা'। তবে যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে এই সময় 'দ্বিতীয় স্বাধীনতা' নয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে জনগণ প্রত্যাখ্যান করেছিল।
নাহিদ ইসলাম ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দলীয় কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ শুরু করবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, স্বৈরাচারী শাসকদের নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।
ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :