
নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বলেছেন, বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন, যেখানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করা হয়েছিল। তিনি জানান, বাংলাদেশে ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতি আর চলবে না। দেশের রাজনীতিতে বিভাজন আর কোনোভাবেই চলবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা সামনের দিকে তাকাতে চাই, সম্ভাবনা এবং স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা কাজ করতে এসেছি।" তিনি উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে দেশে যে বিভাজনের রাজনীতি চলছিল, বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙে দিয়েছি।
এছাড়া, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বক্তৃতায় বলেন, "বাংলাদেশে বিভাজনের রাজনীতি দীর্ঘ সময় ধরে চলছিল। কিন্তু এবার আমরা একতার রাজনীতি গড়ব।" তিনি আরও বলেন, "বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারতের পছন্দ নয়, তা বাংলাদেশ থেকেই নির্ধারিত হবে। আমাদের খেটে খাওয়া জনগণ ঠিক করবে, কে সংসদে যাবে এবং কে মসনদে বসবে।"
হাসনাত আব্দুল্লাহ এও বলেন, "বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা জাতি হিসেবে একত্রিত হতে পারিনি, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। স্বাধীন পুলিশ, বিচার বিভাগ গড়তে পারিনি, একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি।" তবে, তিনি আশা প্রকাশ করেন যে তরুণরা এই বাংলাদেশকে গড়ে তুলবে। তিনি বলেন, "আমরা বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব, তবে কোন ধরনের প্রেসক্রিপশন আমাদের উপর চাপানো হবে না। আমাদের ছেলেরা যখন রক্ত দিয়েছিল, তখন তাদের কেউ দমাতে পারেনি, ভবিষ্যতেও তা সম্ভব হবে না।"
এভাবে, নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে উপস্থাপন করে, বাংলাদেশে বিভাজনের রাজনীতি ছাড়িয়ে একতার রাজনীতি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন।
আপনার মতামত লিখুন :