
কাদা ছোড়াছুড়ি, তর্ক-বিতর্ক বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি অতীতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং এখনো করবে। তবে ‘কয়েকজন মানুষ, তারা টার্গেট করেছে বিএনপিকে। মিথ্যা প্রচারণা, অপপ্রচার করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়।
কারণ বিএনপি সেই দল, যারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে এবং এখনো করবে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি এই সভার আয়োজন করে।
এদিক সকালে রাজধানীর রাওয়া কনভেনশন হলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।
দলের নেতাকর্মী এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের অনুরোধ করব, আপনার ধৈর্য ধরবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই—আজকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক-বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক একটা জায়গায় পৌঁছাতে পারি।
এ সময় শক্ত হাতে দেশ পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারপ্রধানকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘শক্ত হাতে সরকার পরিচালনা করুন। কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আমরা আশা করব, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব, সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন, সেটা করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যান। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন, সেটাই আমাদের প্রত্যাশা।’
নতুন সুযোগকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘পরিবর্তনের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে নতুন করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে।
সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে এবং সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কী করে এই বিজয়ের, এই গণ-অভ্যুত্থানের ফলাফলকে নস্যাৎ করা যায়। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, কী করে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায়, তারই চক্রান্ত দেখছি আমরা আজকে বিভিন্নভাবে। বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে।
মির্জা ফখরুল আরো বলেন, “অনেকে সমালোচনা করে বলেছেন, ‘আমরা নাকি শুধু নির্বাচন নির্বাচন করি; আমরা সংস্কার করতে নাকি চাই না’ এত বড় মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কতিপয়, গুটিকয়েক মানুষ বিএনপিকে টার্গেট করে এ মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এরা অপপ্রচার করে বিএনপিকে হেয় করতে চায়। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করব, স্থিতিশীলতা রক্ষা করব, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :