• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

বাংলাদেশকে ভারত কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি: দুদু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৫:০৮ পিএম
বাংলাদেশকে ভারত কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি: দুদু

বাংলাদেশকে ভারত কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেইনি, যেটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো রেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। আজ আমরা ৫৩ বছরের ঘটনাবলিকে যদি সামনে নিয়ে আসি তাহলে মনে হবে, ভারতে এযাবতকালে যখনই যে পদক্ষেপ নিয়েছে, সেটা কোনো বন্ধুত্বপূর্ণ দেশ, বন্ধু রাষ্ট্র নিতে পারে না। অথচ ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র।


তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানান ভাবে লুটপাট করে নিয়েছে তারা। তিনি আরও বলেন, গত পাঁচ মাস আগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ। যে ফেলানীকে হত্যা করেছে সীমান্তে। আমাদেরকে বন্ধু দাবি করা রাষ্ট্র (ভারত) আমার দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছে। কোনো বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না, পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিলেন বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিলেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের কথা যেটা বলেছেন এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে সেটা আমরা সমর্থন জানাই। ওই সময়ের মধ্যে আমরা যদি নির্বাচন করতে পারি তাহলে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, আমার প্রত্যাশা আমরা এইসব সংকট থেকে মুক্ত হব। তাই সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।
তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে। ভুটান, নেপাল আফগানিস্তান বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন এবং সার্ক গঠন করেন। কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ বিলুপ্তির পথে।


Side banner
Link copied!