• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ১২ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৩:১৬ পিএম
রাজধানীতে ১২ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা মো. রাজনকে (২৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। গ্রেফতার রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের ১নং ইউনিট যুবলীগ সভাপতি।

রোববার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতার রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সঙ্গে প্রত্যক্ষভাবে হামলায় অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে।গ্রেফতার রাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


Side banner
Link copied!