
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, সকালে আট থেকে দশজন যুবক বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঝটিকা মিছিলের পর সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচজন হলেন দিদারুল আলম (৩৩), আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও মো. সুমন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে আট থেকে ১০ জন একটি বিক্ষোভ মিছিল বের করে। এরমধ্যে পরে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন মামলার আসামি।
আপনার মতামত লিখুন :