• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৩৬ পিএম
কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

সম্প্রতি রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় আপন কফি হাউজের সামনে লাঠিপেটার শিকার হয় এক কিশোরী। তার নাম লামিয়া আক্তার (১৪)। তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে তার খোঁজ পেয়েছে পুলিশ।গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে। তার নাম লামিয়া। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।’সম্প্রতি ওই কিশোরীকে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজে কর্মরত দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- প্রতিষ্ঠানটির ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।


Side banner
Link copied!