• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১১:০১ পিএম
ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

বুধবার (০৯ এপ্রিল) অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ইস্টার সানডেতে সরকারি ছুটি এ দেশের খ্রিস্টান জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ দাবি সরকারের নিকট তুলে ধরা হয়েছে। পরিতাপের বিষয়, এ গুরুত্বপূর্ণ বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়নি।

নেতৃদ্বয় ইস্টার সানডে উপলক্ষে সরকারকে এ বছর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে আগামী বছর থেকে সরকারি ছুটির তালিকায় তা সংযুক্ত করার দাবি জানান। এ বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার নিকট বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পত্র প্রেরণ করা হয়েছে বলে জানান তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এ বছর ২০ এপ্রিল উদযাপিত হবে ‘ইস্টার সানডে’ বা পুনরুত্থান রোববার। এ দিন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তার তিন দিন পূর্বে গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার দিনে তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন। পুনরুত্থানের এই সংবাদ খ্রিস্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের, খুবই তাৎপর্যপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সারা বিশ্বব্যাপী ইস্টার সানডে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে। আর এ উপলক্ষে চলছে নানা আয়োজন- বাহ্যিক এবং আধ্যাত্মিক দু’ভাবেই।


Side banner
Link copied!