• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:৫৯ পিএম
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর সায়েনন্সল্যাব মোড়ে এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।

বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেন।

এতে বেসরকারি প্রতিষ্ঠান স্টার টেকের কর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরাইলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন।

ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি। বিশ্বের বিভিন্ন দেশ মানবাধিকার নিয়ে কথা বলে অথচ আজ ফিলিস্তিনে যা হচ্ছে তা চরম বর্বরতা ও মানবাধিকারের লঙ্ঘন৷ কিন্তু বিশ্বের মোড়ল দেশগুলো চুপ৷ এভাবে চলতে পারে না। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সেখানকার নাগরিকদের স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে।উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।


Side banner
Link copied!