
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, এ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।"
বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন ড. ইউনূস। তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি সরকারের সংস্করণের প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
ড. ইউনূস বলেন, "যদি দ্রুত সংস্কার করা যায়, তাহলে আমরা ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বড় হয়ে থাকে, তবে আরও কিছু সময় লাগতে পারে।" তিনি পুনরায় অঙ্গীকার করেন যে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে, এবং তার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে।
এছাড়া, যখন তাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না, তিনি বলেন, "এটি তাদের সিদ্ধান্ত। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।"
বিবিসির প্রতিবেদনে ড. ইউনূস আরও বলেছেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি কখনও ভাবেননি যে তিনি সরকার পরিচালনা করবেন। "আমি জানতাম না যে— আমি সরকারের নেতৃত্ব দেব। তবে আমি পরিস্থিতি বুঝে সঠিকভাবে কাজ করার চেষ্টা করেছি," বলেন তিনি।
এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, ড. ইউনূস জানান, বর্তমান পরিস্থিতি গত বছরের তুলনায় বিশেষ কিছু ভিন্ন নয়। তিনি বলেন, "যদি গত বছরের একই সময়ের সাথে তুলনা করেন, তবে আইনশৃঙ্খলা ঠিক আছে। আমাদের দেশের সমস্যাগুলো দীর্ঘকাল ধরে চলে আসছে, যা উত্তরাধিকার সূত্রে পেয়েছি।"
অন্যদিকে, সরকারপ্রধান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, শেখ হাসিনার দল আওয়ামী লীগ ও তার সদস্যদের নিরাপত্তা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "দেশে আদালত, আইন এবং থানা আছে, তারা অভিযোগ করতে পারে এবং তদন্তে আইন তার গতিতে কাজ করবে।"
আন্তর্জাতিক সহায়তা নিয়ে কথা বলার সময়, ড. ইউনূস বলেন, "যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হওয়া, আমাদের জন্য একটি সুযোগ হতে পারে। আমরা এটি করতে চেয়েছিলাম, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আরও কিছু সংস্কার যা আমরা আগে ঠিকভাবে মোকাবিলা করতে পারিনি।"
সর্বশেষ, ড. ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। "যখন এটা হবে, আমরা তা পূরণ করব," বলেন তিনি।
আপনার মতামত লিখুন :