• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

রমজান মাসে ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের ‘অলআউট অ্যাকশন’


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:৫৩ পিএম
রমজান মাসে ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের ‘অলআউট অ্যাকশন’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, আসন্ন রমজান মাসে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ গ্রহণ করা হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেছেন।

১ মার্চ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রমজান মাসে শহরে মানুষের কর্মযজ্ঞ বেড়ে যায় এবং আর্থিক লেনদেনও অধিক পরিমাণে হয়। ব্যাংক, বিমা, রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে মানুষের ভিড় বাড়ে। এই পরিস্থিতি কাজে লাগিয়ে অপরাধীরা যাতে কোনো ধরনের নাশকতা বা বিপদ সৃষ্টি না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

রেজাউল করিম মল্লিক বলেন, "আমরা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাই, এবং অপরাধীদের জন্য আতঙ্ক হতে চাই। তাই আমরা ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করে কাজ করছি, যাতে কোনো ধরনের অপরাধ ও অপরাধী প্রশ্রয় না পায়।"

তিনি আরও জানান, বিশেষ এই গোয়েন্দা অভিযানে ডিবি পুলিশের সদস্যরা ছদ্মবেশে অপরাধীদের আটক করবে এবং পবিত্র রমজান মাসে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এছাড়া, মাদকবিরোধী অভিযান এবং চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

রেজাউল করিম মল্লিক বলেন, "রমজান মাসে সাধারণ মানুষের নিরাপত্তা এবং ইবাদত করার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের অভিযান ত্বরান্বিত হবে।"

তিনি আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর সহযোগিতার কথাও উল্লেখ করেন, যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ডিবি তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে।

ডিবি প্রধান সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার বা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলানো কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তিনি সকল নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদক ও অপরাধীদের বিরুদ্ধে ডিবির কার্যক্রমে সহযোগিতা করার জন্য তাদের প্রতি অনুরোধ জানান।


Side banner
Link copied!