• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

জুলাই আন্দোলনের আহতদের ক্ষতিপূরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৫৫ পিএম
জুলাই আন্দোলনের আহতদের ক্ষতিপূরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। তারা ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত সহায়তার দাবি জানিয়ে সড়কে বসে পড়েন। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা সরকারের কাছে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান।

মিছিল নিয়ে সেখানে আসা আহতরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন, ‘‘আমাদের ন্যায্য অধিকার চাই, সঠিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন পেতে হবে।’’ প্রতিবাদকারীদের মধ্যে পুরুষ ও মহিলারা একসাথে অংশ নেন, এবং তাদের একত্রিত হয়ে দাবি জানানো ছিল দৃঢ় ও শক্তিশালী।

অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এপিবিএনসহ অন্যান্য নিরাপত্তা সংস্থা এসময় উপস্থিত ছিল।

এছাড়া, এর আগেও জুলাই আন্দোলনের আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, এবং উপদেষ্টার বাসভবন এলাকায় যমুনা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। আজকের এই অবস্থান ছিল তাদের দীর্ঘদিনের সংগ্রামের একটি অংশ, যেখানে তারা সরকারের কাছে তাদের অধিকার আদায়ের জন্য কার্যকর পদক্ষেপের আশা প্রকাশ করেন।

এ আন্দোলনের সাথে যুক্ত আহতরা দাবি করছেন, তাদের পাশে দাঁড়িয়ে সরকার যদি যথাযথ সহায়তা প্রদান না করে, তবে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবেন।


Side banner
Link copied!