• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে অংশীজনদের বৈঠক শুরু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০২:৪৫ পিএম
সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে অংশীজনদের বৈঠক শুরু

সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে অংশীজনদের বৈঠক শুরু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সাংবাদিকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত। সভার শুরুতেই জুলাই-আগস্টে নিহত ছাত্র-জনতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। 
বৈঠকে সভাপতিত্ব করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আলী। এতে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংবাদিক কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম, এফবিসিসিআই প্রতিনিধি নাসরিন বেগম, চৌধুরী মূকিম উদ্দিন কেজে আলী, জামিল উদ্দিন মিল্টন, ইঞ্জিনিয়ার কবির হোসেন ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন। 
এ সময় সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ।
গত ৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক ড. আলী রীয়াজকে প্রধান করে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের (তিন মাস) মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত পদমর্যাদা, বেতন-সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন।
সংবিধান সংস্কার কমিটিতে সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম।
দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে সরকার। ইতিমধ্যে কাজ শুরু করেছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন এই কমিশন।

এর আগে গত ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।


Side banner
Link copied!