• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. শেখ আব্দুর রশীদ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৮:৪৩ পিএম
মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. শেখ আব্দুর রশীদ

অবশেষে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. শেখ আব্দুর রশীদ। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে, ড. শেখ আব্দুর রশীদ মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন এমন তথ্য দিয়ে গত ২৮ আগস্ট প্রতিবেদন প্রকাশ করে কালবেলা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি এ মাসেই শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আব্দুর রশিদ। তার আগে, ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তারও আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. শেখ আব্দুর রশীদ।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান তিনি। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।


Side banner
Link copied!