• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান পুলিশের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ১০:৫৮ পিএম
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান পুলিশের

চলমান কোটাবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সদর দপ্তর বলছে, কোথাও কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং শিক্ষার্থী ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছে।

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।
সংস্থাটির সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।পুলিশ বলছে, যেকোনো দাবি আদায়ের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, সম্পদ বিনষ্ট করা কোনোভাবেই কাম্য হতে পারে না।

বিদ্যমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকাণ্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ সবার প্রতি আহ্বান জানাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।


Side banner
Link copied!