• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

মাতুয়াইল প্রেস ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা ও কমিটি গঠন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ১০:০৪ এএম
মাতুয়াইল প্রেস ক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা ও কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মাতুয়াইল প্রেস ক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা এবং ৫১ সদস্যা বিশিষ্ট নিয়ে তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১১/১১/২০২৩ইং- রোজ শনিবার সন্ধ্যায় মাতুয়াইল প্রেস ক্লাবের প্রধান কার্যালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫নং ওয়ার্ড (মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল সংলগ্ন) মাতুয়াইল প্রেস ক্লাবের কার্যালয় পরিচিতি সভা এবং ৫১ সদস্যা বিশিষ্ট নিয়ে তিন বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। মাতুয়াইল প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি জনাব, এম এ ছিদ্দিক মিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত প্রবীণ সাংবাদিক নেতা জনাব, মো: ইকবাল হাসান কাজল। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ রনি সিকদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব গঠিত প্রেস ক্লাবের সকল সাংবাদিক নেতারা।

 

মাতুয়াইল প্রেস ক্লাব ৫১ সদস্য বিশিষ্ট নিয়ে তিন বছর মেয়াদী কমিটি গঠন:

প্রধান উপদেষ্টা জনাব, মো: ইকবাল হাসান কাজল প্রবীণ সাংবাদিক নেতা।

সভাপতি – জনাব, এম এ ছিদ্দিক মিয়া- স্টাফ রিপোর্টারদৈনিক সংবাদ সারাদেশ – সাধারন সম্পাদক- জনাব, মো রনি সিকদার – সম্পাদক ও প্রকাশক দৈনিক কলমের কন্ঠেরস্বর উপদেষ্টা জনাব, আলহাজ্ব মো: শাসমউদ্দিন ভূইয়া সেন্টু – কাউন্সিলর ৬৫ নং ওয়ার্ড ঢাকা দক্ষিন সিটি সিটি কর্পোরেশন। উপদেষ্টা জনাব,আলহাজ্ব মো: শফিকুল ইসলাম খান দিলু- কাউন্সিলর ৬৩ নং ওয়ার্ড ঢাকা দক্ষিন সিটি সিটি কর্পোরেশন। উপদেষ্টা জনাব,আলহাজ্ব মো: মাকসুদুর রহমান বাবুল মোল্লা- কাউন্সিলর ৬৪ নং ওয়ার্ড ঢাকা দক্ষিন সিটি সিটি কর্পোরেশন। উপদেষ্টা জনাব,আলহাজ্ব মো: মোস্তাক আহমেদ কাউন্সিলর ৬২ নং ওয়ার্ড ঢাকা দক্ষিন সিটি সিটি কর্পোরেশন। উপদেষ্টা জনাব, এইচ. এম. ইব্রাহীম ভূইয়া – চেয়ারম্যান সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

উপদেষ্টা জনাব, মো: সাইফ উদ্দিন মিয়া- (সমাজ-সেবক) ৩। সিনিয়র সহ- সভাপতি জনাব, এস এম আবু তাহের মিয়া সংবদদাতা ডিসিএন বাংলা টিভি ৪। সিনিয়র সহ- সভাপতি জনাব, মো: ছিদ্দিকুর রহমান ৫। সিনিয়র সহ- সভাপতি জনাব, সুজন প্রধান ৬। সহ-সভাপতি জনাব, শেখ মিজানুর রহামান সংবাদদাতা মাসিক বার্তা প্রবাহ ০৭। সহ-সভাপতি জনাব, মোঃ রেজাউল করিম সংবদদাতা ডিসিএন বাংলা টিভি ০৮। সহ-সভাপতি জনাব, মো: মোখলেছুর রহমান বম্ত-সংবদদাতা ডিসিএন বাংলা টিভি

০৯। সহ-সভাপতি জনাব, মো: মনিরুল আলম ভূইয়া, সংবদদাতা দৈনিক আজাদ বানী। ১০ যুগ্ম সাধারন সম্পাদক- জনাব, আমজাদ হোসেন তালুকদার- সংবাদদাতা দৈনিক নয়া দিগন্ত ১১। যুগ্ম সাধারন সম্পাদক- জনাব, মো: রেজাউল করিম, সংবদদাতা, ডিসিএন বাংলা টিভি ১২। সাংগঠনিক সম্পাদক- জনাব, মো: সলেমান হোসেন সাকিল- চেয়ারম্যান ডিসিএন বাংলা টিভি ১৩। দপ্তর সম্পাদক- জনাব, মো: রাজিব তালুকদার সংবাদদাতা এশিয়ান টিভি ১৪। অর্থ বিভাগীয় সম্পাদক-জনাব, মো: রুবেল মোল্লা সম্পাদক দৈনিক সত্যের আলো ১৫। সহ অর্থ বিভাগীয় সম্পাদক-জনাব মো: দেলোয়ার হোসেন সংবাদদাতা দৈনিক দি ক্রাইম ১৬।

ধর্ম বিষয়ক সম্পাদক-জনাব, মাওলানা মো: আবদুর হামিদ- সংবাদদাতা দৈনিক নয়া দিগন্ত ১৭। সহ-ধর্ম বিষয়ক সম্পাদক-জনাব, মোঃ শহিদুল্লা সংবাদদাতা দৈনিক দি ক্রাইম ১৮। প্রচার ও প্রকাশনা সম্পাদক-জনাব, গোলাম আজম সংবাদদাতা দৈনিক দেশের সময় ১৯। আইন বিষয়ক সম্পাদক- জনাব, এডভোকেট মো: গোলাম মোস্তফা ডিসিএন বাংলা টিভি ২০। আইটি আইসিটি বিষয়ক সম্পাদক-জনাব, মো: মনির হোসেন দৈনিক দেশের সময় ২১। পরিবেশ বিষয়ক সম্পাদক ……………………২২ । সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব, আহমেদ সাগর সংবাদদাতাডিসি এন বাংলা টিভি ২৩। শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব, মো: মনির হোসেন মিয়া সংবাদদাতা-দি ক্রাইম ২৪। ক্রীড়া সম্পাদক-জনাব, মো: আসিফ মল্লিক – ভ্রাম্যমাণ প্রতিনিধি দৈনিক সরেজমিন বার্তা ২৫। সহ- ক্রীড়া সম্পাদক-জনাব, মো: ফয়সাল- সংবাদদাতা ডিসি এন বাংলা টিভি ২৬।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -জনাব মো: তাছনিমুল হাসান আলবী,সংবাদদাতা দৈনিক সময়ের বাংলা ২৭। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- জনাব, মো: ওমর ফারুক রুবেল সংবাদদাতা দৈনিক স্বদেশ বিচিত্রা ২৮। মহিলা বিষয়ক সম্পাদক জনাবা, স্বর্ণা আক্তার সংবাদদাতা দৈনিক সত্যের আলো ২৯। সদস্য -মো: ইউসুফ আলী সৈকত সংবাদদাতা দৈনিক কালবেলা ৩০। সদস্য- মো: রাব্বানী হাওলাদার সম্পাদক ও প্রকাশক দৈনিক কলমের কন্ঠ ৩১। সদস্য- ফয়সাল খন ফোটো সাংবাদিক দৈনিক সত্যের আলো ৩২। সদস্য মো: ইদ্রিস মিয়া, সংবাদদাতা দৈনিক কলমের কন্ঠ ৩৩। সদস্য- মোশারফ হোসেন সংবাদদাতা দৈনিক দি ক্রাইম ৩৪। সদস্য-জসিম উদ্দিন সংবাদদাতা- দৈনিক দেশের সময় ৩৫। সদস্য- রিনা আক্তার সদস্য- মো: ফজলুর রহমান সংবাদদাতা ডিসিএন বাংলা টিভি ৩৮। সদস্য- রাজেন্দ্র নাথ বিশ্বাস সংবাদদাতা দৈনিক সময়ের বাংলা প্রমুখ উপস্থিত ছিলেন। সদস্য আরও আছেন।


Side banner
Link copied!