
সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে ১লা বৈশাখ।
সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ উৎসব পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের বাজার স্টেশনে মুক্তমঞ্চে প্রসুন থিয়েটার, স্বপ্ন দুয়ার, লালন একাডেমির আয়োজনে পান্না ইলিশ আপ্যায়ন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া জেলা প্রশাসন জেলা বিএনপি জাসাস পরিবার পরিকল্পনা কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্র বনার্ঢ্য র্যালি সহ ভিন্ন ভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালন করা হয়।
আপনার মতামত লিখুন :