• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

সরকারের অবস্থান সংস্কৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে : সংস্কৃতি প্রতিমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১২:০৬ পিএম
সরকারের অবস্থান সংস্কৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ছবি - সংগৃহীত

সরকারের অবস্থান দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রার উৎসাহ উদ্দীপনা দিন দিন বাড়ছে। করোনভাইরাসের মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে মঙ্গল শোভাযাত্রা করা সম্ভব হয়নি। গত বছর থেকে আবারও শোভাযাত্রা হচ্ছে। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রায় প্রাণ ফিরে এসেছে।
তিনি বলেন, শোভাযাত্রা ঘিরে হামলার হুমকি দেওয়া হয়েছিল। আবার একজন হাইকোর্টে মঙ্গল শোভাযাত্রা বন্ধে রিট করেছেন। এসব মানসিকতাকে পরিহার করতে হবে। এই মানসিকতা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য। সরকারের অবস্থান এ ধরনের সংস্কৃতি বিনষ্ট করার চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই।


Side banner
Link copied!