• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১,৩৬০ ব্যাংক হিসাব জব্দের আদেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১০:৩৪ পিএম
এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১,৩৬০ ব্যাংক হিসাব জব্দের আদেশ

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদেশে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১,৩৬০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, এসব ব্যাংক হিসাব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় রয়েছে, যেখানে মোট অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৬১৯ কোটি টাকা।

দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অর্থ হস্তান্তর হয়ে গেলে পরে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো জব্দ করা অত্যাবশ্যক হয়ে পড়ে।

এর আগে, চলতি বছরের ১৬ জানুয়ারি আদালত এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার জব্দের আদেশ দেন। পরে ৩ ফেব্রুয়ারি আরও এক আদেশে ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার মূল্যের ১৭৫ বিঘা জমি জব্দ করা হয়।

এস আলম গ্রুপের বিরুদ্ধে চলমান এই তদন্ত দেশের আর্থিক খাতের বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির অভিযোগে গোষ্ঠীটির বিপুল পরিমাণ সম্পদ জব্দের ঘটনাগুলো ব্যাপকভাবে নজর কেড়েছে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনিক মহলেও।


Side banner
Link copied!