
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসের মধ্যেই আদালতে দাখিল করা হবে।
শনিবার (১ মার্চ) সিলেটের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, "আমরা আশা করছি, চলতি মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা সম্ভব হবে, এবং বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে।"
এছাড়া, তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে যদি ভারত না ফিরিয়ে দেয়, তাহলে তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তবে, তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ বক্তব্যের মাধ্যমে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিচার প্রক্রিয়ার ত্বরান্বিত হওয়ার লক্ষ্যে তার অবস্থান স্পষ্ট করেছেন।
আপনার মতামত লিখুন :