• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

৭ দিনের রিমান্ডে সাবেক ডিসি মশিউর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০১:৩৯ পিএম
৭ দিনের রিমান্ডে সাবেক ডিসি মশিউর

কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় ডিবি পুলিশের লালবাগ বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানার মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।

অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
এর আগে ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় পরের দিন, ২০ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলি লাগে। এতে মারা যায় মোতালিব। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয়ে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।


Side banner
Link copied!