• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী লেখকদের মাঝে সনদ ও বই বিতরন


FavIcon
জহুরুল ইসলাম , সিরাজগঞ্জ :
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৮:৩১ পিএম
সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী লেখকদের মাঝে সনদ ও বই বিতরন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী পাঠক-ভাবনা লেখকদের মাঝে সনদ ও বই বিতরন করা হয়েছে। পড়ি বঙ্গবন্ধুর বই- সোনার মানুষ হই স্লোগানে মাহবুবুল হক স্মৃতি পাঠাগার আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী বই পড়া ও বইটির উপর পাঠক ভাবনা লেখায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরন করা হয়।আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সনদ ও বই বিতরন অনুষ্ঠিত হয়। 
সনদ ও বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,আ.লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপি’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক স্মৃতি পাঠাগারের সভাপতি ইসমাইল হোসেন।
 


Side banner
Link copied!