• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

গুজরাটে ইতিহাসের সবচেয়ে বড় অভিযানে এক হাজারের বেশি বাংলাদেশি আটক


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৬:৫৮ পিএম
গুজরাটে ইতিহাসের সবচেয়ে বড় অভিযানে এক হাজারের বেশি বাংলাদেশি আটক

ভারতের গুজরাট রাজ্যে বড় পরিসরের এক অভিযানে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভোরবেলায় সুরাট ও আহমেদাবাদ শহরে এই অভিযান চালানো হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। মূল উদ্দেশ্য ছিল রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও আটক করা। অভিযানে গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলো অংশ নেয়।

এ অভিযানে আহমেদাবাদ শহর থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং অনেকেই জাল নথি ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন।

গুজরাট পুলিশের ডেপুটি কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।” রাজ্য পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল জানান, এই অভিযান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এক সংবাদ সম্মেলনে বলেন, “গুজরাট পুলিশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থানের পর গুজরাটে এসে জাল নথি ব্যবহার করে বসবাস শুরু করে। তাদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান এবং মানবপাচারের সঙ্গে যুক্ত ছিল। এমনকি চারজনের মধ্যে দুজনের সঙ্গে আল-কায়েদার স্লিপার সেলের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।”

তিনি আরও জানান, আটককৃতদের কার্যক্রমের বিষয়ে গভীর তদন্ত চলছে এবং অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Side banner
Link copied!