• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

গাজায় আরও ৬০ জন নিহত, একই পরিবারের হৃদয়বিদারক মৃত্যু


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১১:১৮ এএম
গাজায় আরও ৬০ জন নিহত, একই পরিবারের হৃদয়বিদারক মৃত্যু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। নিহতদের মধ্যে একই পরিবারের ১২ সদস্য রয়েছেন, যা এই ট্র্যাজেডিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। এই ঘটনায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার ৩৫০ জন।

শুক্রবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা গভীর রাত পর্যন্ত চলেছে এবং এখনও থেমে থেমে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছে একই পরিবারের ১২ সদস্য। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও স্থানীয় চিকিৎসকদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

এদিকে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৫৫ জন। আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৪৮ জন মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন করে আহত হওয়া ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন; অনেকেই রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা এখনো পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস ধরে চলমান এই বর্বর সামরিক অভিযান কিছু সময়ের জন্য বিরত হলেও, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামাসের সঙ্গে উত্তেজনার জেরে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে। এতে নতুন করে গত এক মাসেই প্রায় ২ হাজার মানুষ নিহত এবং ৫ হাজার ২০০ জনের বেশি আহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।


Side banner
Link copied!