• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

চীনে গাড়ি চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:৩৪ পিএম
চীনে গাড়ি চাপায় ৩৫ জনের মৃত্যু, আহত ৪৩

চীনে ভিড়ের মধ্যে পথচারীদের ওপর একটি গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেক শিশু ও বৃদ্ধ মানুষ রয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চীনের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে লোকদের ওপর হঠাৎ করে এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেয়। সেখানে অনেক মানুষ একত্রে ব্যায়ামরত ছিল। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ফ্যান নামে ৬২ বছর বয়সী এক ড্রাইভারকে পালানোর সময় আটক করা হয়েছে। বর্তমানে সে কোমায় আছে। কোমায় থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।
এ ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের দ্বারা পোস্ট করা বেশিরভাগ ভিডিও চীনা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু কিছু ফুটেজ এখনও অনলাইনে প্রচারিত হচ্ছে। সেসব ভিডিওতে অনেক লোককে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। যাদের অনেকেই নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মি. চেন চীনা নিউজ ম্যাগাজিন কাইক্সিনকে বলেছেন, ঘটনাটি ঘটার সময় কমপক্ষে ছয়টি গ্রুপ তাদের নিয়মিত ব্যায়ামের অংশ হিসেবে স্টেডিয়ামের পাশে জড়ো হয়েছিল। এসময় হঠাৎ করে একটি গাড়ি তীব্র গতিতে এসে তাদের চাপা দেয়।


Side banner
Link copied!