• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মামুনুলের পক্ষে লাইভ করায় এএসআই প্রত্যাহার


FavIcon
কুষ্টিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৪:৩৮ পিএম
মামুনুলের পক্ষে লাইভ করায় এএসআই প্রত্যাহার
মামুনুলের পক্ষে লাইভ করায় এএসআই প্রত্যাহার


হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম লাইভ করার পর এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) গোলাম রাব্বানী নামে সেই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, এএসআই গোলাম রাব্বানীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও পেশার বাইরে গিয়ে সে কেনো অপেশাদার আচরণ করেছে- তা জানতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।জানা গেছে, এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। নারায়নগঞ্জে হেফাজত নেতা মামুনুল হকের তথাকথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওঠা বিতর্কের পরদিন শনিবার পুলিশের পোশাক পরেই লাইভে আসেন তিনি। পরে তার লাইভটি ভাইরাল হয়।ফেসবুক লাইভে তিনি বলেন, কালকে মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটি ভিডিও। যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। সেখানে আমার প্রশ্ন হলো, যে অধিকাংশ সাংবাদিকরা তার কাবিননামা দেখতে চাচ্ছে। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি যে কাবিননামা দেখবেন আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? কোন সাংবাদিকদের যদি জানা থাকে এই ধরণের আইনসঙ্গত বিষয় তবে আমাকে জানান। আমি তো পুলিশে চাকরি করি। আমার এটা জানা নেই। তিনি যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত তাহলে আইনি ব্যবস্থা নেয়া যেত। তিনি একজন আলেম মানুষ। তাকে একটা ষড়যন্ত্রমূলকভাবে এভাবে হেনস্তা করা হয়েছে।

 


Side banner
Link copied!