• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

প্রবাসীর স্ত্রীকে নিয়ে সাউথ আফ্রিকায় পলাতক লিটন কাজী


FavIcon
নুরুজ্জামান শেখ:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৫:৪৮ পিএম
প্রবাসীর স্ত্রীকে নিয়ে সাউথ আফ্রিকায় পলাতক লিটন কাজী
ছবি: সংগৃহীত

সাউথ আফ্রিকার প্রবাসী মুরাদ চৌকিদার (৪১) এর স্ত্রী- সন্তানকে নিয়ে পলাতক রয়েছে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর ডোমসার গ্রামের সেকান্দার কাজির পুত্র সাউথ আফ্রিকার প্রবাসী কাজী গোলাম মোস্তফা লিটন( ৪৫) ওরফে লিটন কাজী এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ২০১৪ সালে সদর পৌরসভার -৩ নং ওয়ার্ডের বাগিয়া গ্রামের মৃত জহির উদ্দিন চৌকিদারের পুত্র মুরাদ চৌকিদার (৪১) সাউথ আফ্রিকার প্রবাসী লিটন কাজীর মাধ্যমে সাউথ আফ্রিকা যান। স্ত্রী -সন্তান এবং টাকা পয়সা হারানো নিঃস্ব মুরাদ চৌকিদার গণমাধ্যমকে জানান, আমি ২০১৪ সালে লিটন কাজীর মাধ্যমে সাউথ আফ্রিকা যাই। এবং ওখানে যাওয়ার কিছুদিন পর লিটন কাজীর সাথে পার্টনারের ব্যবসা শুরু করি। যাওয়ার সময় আমার স্ত্রী হাসনাহেনা একটি পুত্র সন্তানসহ আমার দেশের বাড়িতেই রেখে যাই। লিটন কাজী বছরে দেশের বাড়িতে দুই থেকে তিনবার আসে। দেশে আসার পর থেকেই আমার স্ত্রীর সাথে যোগাযোগ করে এবং আমার স্ত্রীকে সাউথ আফ্রিকা নিয়ে যাবে এই আশা দিয়ে লোভ দেখায়। লিটন কাজী লোভ দেখিয়ে আমার স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে। আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে লিটন কাজী ২০২২ সালে এপ্রিল মাসে আমার স্ত্রী-সন্তানকে সাউথ আফ্রিকা নিয়ে আসে। আমার স্ত্রী- সন্তান সাউথ আফ্রিকা আসার পর থেকেই লিটন কাজী আমার স্ত্রী- পুত্রের সাথে যোগাযোগ করার ব্যবস্থা বন্ধ করে দেয়। আমি নিরুপায় হয়ে বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারি লিটন কাজী সাউথ আফ্রিকায় আমার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য তার হেফাজতে রাখেন। আমার স্ত্রীর কাছে পাঠানো ২১ লক্ষ টাকা এবং নয় ভরি স্বর্ণ লিটন কাজীর সাথে পার্টনারের ব্যবসার প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে আমার স্ত্রীকে নিয়ে সাউথ আফ্রিকা পলাতক রয়েছে। আমি সাউথ আফ্রিকা থাকা অবস্থায় লিটন কাজীর কাছে আমার স্ত্রী ও সন্তান কোথায় আছে এই কথা বলার কারণে আমাকে উল্টো প্রাণশে হুমকি দেয়। এমনকি লিটন কাজী সাউথ আফ্রিকার মাফিয়া গ্যাংদের মাধ্যমে হত্যার পরিকল্পনা করেন। আমাকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পেরে আমি বন্ধুর সহযোগিতা নিয়ে প্রাণের ভয়ে বাংলাদেশে চলে আসি। লিটন কাজী আমার কাছ থেকে স্ত্রী সন্তান টাকা পয়সা নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলেছে। আট নয় বছর সাউথ আফ্রিকা বিদেশ করেও বর্তমানে আমি রাস্তার ফকির। স্ত্রী সন্তান ও টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে সর্বশেষ ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি। আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই ভন্ড প্রতারক লিটন কাজির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


Side banner
Link copied!