• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাবা হারালেন হিরো আলম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৪০ পিএম
বাবা হারালেন হিরো আলম

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজবাড়িতে আজ বাদ-জোহর বাবার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন হবে।

আবদুর রাজ্জাক হিরো আলমের পালক বাবা। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি।তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান।


Side banner
Link copied!