• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতে ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:১৬ পিএম
ভারতে ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের মালায়লাম অভিনেতা সিদ্দিকি। শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা আটকাতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের মধ্য দিয়েই উঠে এসেছিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু মানুষের নাম। সেই কমিশনের রিপোর্টেও উল্লেখ ছিল সিদ্দিকির নাম। গত আগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাকে হেনস্তা করেছিলেন সিদ্দিকি। ধর্ষণের ঘটনাও ঘটে। এরপর ‘অ্যাসোসিয়েশন অফ মালায়ালম মুভি আর্টিস্টস'-এর সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে কেরালা পুলিশের কাছে চিঠি লিখে এই  অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকি। সেই চিঠিতে তিনি লিখেন, 'সুখমৈরিকাট্টে' ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি। নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। শারীরিক হেনস্তা বা মৌখিক ভাবে যৌন হেনস্তার কোনও ঘটনাই ঘটেনি।


Side banner
Link copied!